শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
রামগতিতে সৎমা সহ দুই শিশুকে গলা কেটে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ১১:৩৪ AM
লক্ষ্মীপুরের রামগতি উপজেলারা চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মেস্তুরীর বাড়িতে সৎ মা, ছোট ভাই এবং এক ভাগ্নিসহ তিন জনক গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধা ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সিডু মেস্তুরীর আগের সংসারের ছেলে মোঃ তারেক ঢাকা থাকতেন। দুই দিন আগে কাউকে না জানিয়ে বাড়িতে আসে সে গতকাল সন্ধা ৭ টার ঘরের মধ্যেই সে তার সত মাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে এঘটনায় ছোট ভাই এবং ভাগ্নি দেখে ফেলায় তাদের দুজনকেও কে ও জবাই করে হত্যা করে। 

চিৎকার শুনে এলাকা বাসী এগিয়ে এলে ওই সময় তারেক পরে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে স্থানীয়রা তারেককে ধরে ফেলেন। এসময় সিডু মেস্তুরী বাড়িতে ছিলেন না।

খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে আসলে জনতা রিপনকে পুলিশে সোপর্দ করেন।

কি নিয়ে এ হত্যাকান্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোছলেহ উদ্দিন জানান, খুনের ঘটনায় জড়িত থাকা সন্দেহ রিপনকে আটক করা হয়েছে তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তাকে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত