নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে শান্তি ও সম্প্রীতি বিষয়ক মত বিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ডিএসকে হাসপাতাল হলরুমে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় ও আস্থা প্রকল্পের আয়োজনে এ সভা হয়।
মত বিনিময় সভায় আস্থা প্রকল্পের মাঠ কর্মকর্তা ঝলমল সরকার এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, ডিএসকের কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার ঘোষ, দ্বীনি আলিম মাদ্রাসা মসজিদের ইমাম নূর মোহাম্মদ, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের নারী নেত্রী রাখী দ্রং, দেশওয়ালী পাড়া শিব মন্দিরের পুরোহিত নিটুল শার্মা রায়।
এ সময় উপজেলা যুব ফোরামের সদস্যরা দেশের বর্তমান প্রেক্ষাপটের বিভিন্ন বিষয় ধর্মীয় নেতাদের কাছে তুলে ধরেন।
ধর্মীয় নেতারা বলেন,এদেশে সকলেরই নিজ নিজ ধর্মচর্চার স্বাধীনতা রয়েছে। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা এদেশে বসবাস করি আমাদের একটিই পরিচয়- আমরা বাংলাদেশি।
আমাদের এই ধর্মীয় সম্প্রীতিকে সমুন্নত রাখতে হবে।’সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকে কঠোর হাতে দমন করবো আমরা সবাই মিলে।