বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
শ্রীপুরে হোটেল ব্যবসায়ীর বসতবাড়িতে হামলা-ভাংচুর
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৪:২৭ PM আপডেট: ২২.০৮.২০২৪ ৪:৩৬ PM
গাজীপুরের শ্রীপুরে দাবীকৃত টাকা না দেয়ায় হোটেল ব্যবসায়ী শাহাজাহানের নির্মানাধীন বসতবাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা টিনশেডের একটি ঘর এবং নির্মানাধীন সেমিপাকা ঘরের দেয়াল ভেঙ্গে ফেলে। 

বুধবার (২১ আগস্ট) রাত ৮টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড দারগারচালা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বিচার চেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবার লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযুক্তরা হলো একই এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন, জসিম উদ্দিনের ছেলে আব্দুল গফুর, আইন উদ্দিনের ছেলে জালাল, আমান, রাসেল এবং সোহেল, রিয়াজ উদ্দিনের ছেলে রাজ্জাকসহ তাদের ৭/৮ জন সহযোগী।

ভুক্তভোগী হোটেল ব্যবসায়ী শাহাজাহান জানান, তিনি পৈত্রিক সূত্রে মালিক হয়ে ৪০ বছর যাবত প্রায় ৯ শতাংশ জমি ভোগ দখল করে আসছে।

বাড়ীর পাশের খোলা স্থানে নিজস্ব জমিতে টিন দিয়ে একটি ছাপড়া ঘর এবং ইট দিয়ে একটি সেমিপাকা ঘর নির্মাণ করছি। অভিযুক্তরা এখানে ঘর নির্মাণ করতে হলে তারা আমার কাছে টাকা দাবী করে। তাদের দাবীকৃত টাকা না দিলে বুধবার রাত ৮টার দিকে অভিযুক্ত ১০/১৫ জন দা, লাঠি নিয়ে আমার বাড়ীতে এসে হামলা করে। এসময় তারা টিন শেডের ঘর কুপিয়ে তছনছ করে ফেলে। 

এক পর্যায়ে ইটের দেয়ালে নির্মিত ঘরের ওয়াল ভাংচুর করে ফেলে দেয়। যাওয়ার সময় তারা পিস্তলের ফাঁকা গুলি ছোড়ে ও ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে চলে যায় এবং আমাকেসহ পরিবারের সদস্যদেরকে সুযোগমতো হত্যার হুমকি দেয়। 

পূর্বেও তারা আমার জমি জোরপূর্বক দখলে নিতে চাইলে তাদের বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলা (৩০৭/২২) দায়ের করি। ওই মামলায় আদালত আমাদের পক্ষে রায় দেয়। চলমান রয়েছে। শ্রীপুর থানা পুলিশ থানায় অবস্থান করলেও তারা কোনো অভিযোগ গ্রহণ না করায় ভুক্তভোগী সুষ্ঠু বিচার চেয়ে নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেয়।

উল্লেখ্য, এর আগেও তারা আমার বসতবাড়ীতে হামলা করে ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ বিষয়ে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ অবগত আছে।

অভিযুক্ত গিয়াস উদ্দিন ও আব্দুল গফুরের মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়ায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত