বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
নাটোরে ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৪:৩৬ PM
নাটোরের বড়াইগ্রামে চাঁদা না পেয়ে জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরি নামের এক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রতিবাতে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনপাড়ার একটি রেস্টুরেন্টে জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরি পরিবার নামের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরি পরিবারের সদস্য সুরাইয়া তানজিম মৌ ও জুবাইরা তাবাচ্ছুম জীম উপস্থিত ছিলেন।

সুরাইয়া তানজিম মৌ লিখিত বক্তেব্যে বলেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি নামক স্থানে অবস্থিত জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরি প্রতিষ্ঠানে দুইশত ৬০জন শ্রমিক কাজ করে। কিছুদিন আগে ওই গ্রামের রওশন প্রামানিক ও সাইদুর রহমান সেন্টুসহ কয়েকজন আট লক্ষ টাকা চাঁদা দাবী করে। 

চাঁদা দিতে অস্কীকার করেলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়ে নিরাপত্তায় থাকা সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং প্রতিষ্ঠানের গেটে তালা দেয়। এছাড়াও  মালামাল বহনকারী বেশ কয়েয়কটি পরিবহন রাস্তার পাশে ফেলে দেয়। প্রতিষ্ঠানের মহিলা সহ সকল কর্মচারীকে অকথ্য ভাষায় গালাগালি করে। 

তিনি আরো বলেন, আমরা উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে লিখিত অভিযোগ করেছি।

রওশন প্রামানিক বলেন, আমি গ্রাম প্রধান। গ্রামের শান্তি বজায় রাখার স্বার্থে মামলার ভুক্তভোগীর আসামীদের সাথে মিমাংসা করে  দেওয়ার কথা বলেছি। মামলার আসামী হয়ে ক্ষতিগ্রস্থ হওয়া ব্যাক্তিদের টাকা দিতে বলা হয়েছে। কোন চাঁদা চাওয়ার ঘটনা ঘটেনি।

বড়াইগ্রাম থানা পরিদর্শক শাফিউল আযম বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত