বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
কমলনগরে বন্যা দুর্গত এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৫:০৪ PM
লক্ষ্মীপুরের কমলনগরে বন্যা দুর্গত এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সোহেল রানা।

শনিবার হাই কেয়ার ল্যাব এর উদ্যোগে দিনব্যাপী চরকাদিরা এলাকার ৪ নাম্বারে মেফতাউল উলুম কাওমী মাদ্রাসা ও এতিম খানা মাঠে এবং পাশ্ববর্তী আন্ডারচর এলাকার চৌধুরী বাজারে এ ক্যাম্প করা হয়। 

সকাল থেকে ওই দুই ক্যাম্পে দুই শতাধিক রোগীাকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা: সোহেল রানা। ওই সব ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধিকরণ টেবলেট প্রদান করা হয়। 

হাই কেয়ার ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার স্বত্ত্বাধিকারী মো. জামাল উদ্দিন বলেন, দীর্ঘ দিন থেকে বন্যাদুর্গত এলাকায় মানুষ পানিবন্দি হয়ে  চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছে। মানবিক দিক বিবেচনা করে আমরা বন্যার্তদের পাশে দাড়িয়েছি। ওই সময় তিনি যার যার অবস্থান থেকে বন্যা দুর্গত মানুষের পাশে থাকার অনুরোধ করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সোহেল রানা বলেন, বন্যাকবলিত এলাকায় দুষিত পানির অভাবে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া,আমাশয় সহ টাইফয়েড ও জন্ডিসে আক্রান্ত হওয়ার প্রবনতা দেখা দেয়। এখানকার বাসিন্দারা পানির জন্য আশ্রয় কেন্দ্র  থেকে বের হতে পারেন না। তাদেরকে ওষুধসহ জরুরি ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এই সেবা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত