মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
যশোরে নবাগত পুলিশ সুপারের যোগদান
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৬:৪৫ PM
যশোরের নবাগত পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ যোগদান করেছেন। আজ শনিবার তিনি যোগদানকালে পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এরপর নবাগত পুলিশ সুপার কনফারেন্স রুমে জেলা পুলিশের কর্মকর্তাগণের সাথে পরিচিত হন এবং তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার পুলিশ লাইন্স পরিদর্শন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলাল হোসাইন, পিপিএম, (ক্রাইম অ্যান্ড অপস্) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এর আগের পুলিশ সুপার মোঃ মাসুদ আলমকে সিলেট পুলিশ রেঞ্জের ডিআইজি কার্যালয় সংযুক্ত করা হয়েছে। তিনি গত কয়েক মাস আগে মাদারীপুর জেলা থেকে যশোর জেলার পুলিশ সুপার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

নবাগত পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহমেদ সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত