কুমিল্লার নাঙ্গলকোটে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হন। গত শনিবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে নাঙ্গলকোট এ আর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা বিএনপির সভাপতি নজির আহম্মদ ভূঁইয়া সভাপতির বক্তব্য দিচ্ছিলেন। এ সময় নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপের লোকজন ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে নজির ভূঁইয়া গ্রুপের লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নজির ভূঁইয়ার লোকজনের হামলায় গফুর ভূঁইয়ার লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মুহূর্তের মধ্যে নাঙ্গলকোট বাজার জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বক্তব্য দিয়ে চলে যাওয়ার পর এ ঘটনা ঘটে।
সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া বলেন, নজির ভূঁইয়া মূর্খলোক, তিনি কি বক্তব্য দিতে পারেন? তার বক্তব্যে ভুয়া বলারও কী আছে। তারপরও যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটি আমরা মেনে নিয়েছি এবং আহতদের বলেছি এটা নিয়ে বাড়াবাড়ি না করতে।
উপজেলা বিএনপির সভাপতি নজির ভূঁইয়াকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই পরিস্থিতি শান্ত হয়ে যায়। এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।