গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফরিদ হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে স্থানীয় এরশাদনগর টেকবাড়ি সড়কের মূখে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এঘটনা ঘটে।
নিহত ফরিদ নোয়াখালী জেলার সোনাগাজি থানার বগাদানা গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি গাজীপুরা এলাকায় স্বপরিবারে বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দা সোহাগ জানায়, মধ্যরাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ফরিদকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেই। পরে আহত ব্যক্তির অবস্থা গুরুত্বর দেখে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। কে বা কার তাকে ছুরিকাঘাত করেছে জানা যায় নি।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মৌসুমি দাস বলেন, হাসপাতালে আনার সাথে সাথেই তার মৃত্যু হয়। তার শরীরে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম বলেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে