ফেনীতে ভয়াবহ বন্যায় পানীয়জলে সংকট নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করে যাচ্ছে, ফেনী জেলায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে ৬ টি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু রয়েছে।
যে কেউ চাইলে বিনামূল্যে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবে। এছাড়াও জেরিকেন এর মাধ্যমে ট্রিটমেন্ট প্লান্ট থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করে বিভিন্ন স্থানে পৌছে দেয়া হচ্ছে।
চতুর্দিকে পানিতে আটকে থাকা মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহের লক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করে যাচ্ছে। একটি ট্যাবলেট দিয়ে পাঁচ লিটার পানি বিশুদ্ধ করা যায়, যেটি ৪৮ ঘন্টা পর্যন্ত ভালো থাকে।
ইতোমধ্যে প্রায় ২০ লক্ষ পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত পর্যাপ্ত মজুদ রয়েছে। জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতিমধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফেনী জেলার চলমান কার্যক্রম সমূহ :
১. পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট :
বিতরণ ২০ লাখ
২. পানি রাখার জেরিক্যান (১০ লিটার ): বিতরন ১০০০০
৩. হাইজিন কিট: বিতরন-১২০০ টি
৪. মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট : ৬ টি চলমান আছে
৫. ভাসমান ল্যাট্রিন ৮ টি
৬. ব্লিচিং পাউডার বিতরণ : ১০০০ কেজি
৭. টিউবওয়েল ডিসিনফ্যাকশন,- চলমান
৮. টিউবওয়েল মেরামত- চলমান
৯. ল্যাট্রিন মেরামত - চলমান
১০. অস্থায়ী ল্যাট্রিন নির্মাণ - চলমান।
এছাড়া বন্যা ও দুর্যোগকালীন নিরাপদ পানি সংগ্রহ, ব্যবহার নলকূপ জীবানুমক্তকরণ এবং স্যানিটেশন বিষয়ক জনসচেতনতা মূলক মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান আছে, এই বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোঃ শফিউল হক জানান আমাদের সকল কর্মকর্তা কর্মচারী টিম ওয়ার্ক করে বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ করে মানুষকে সেবা প্রদান করে যাচ্ছে, আগামীতেও ধারাবাহিকতা অব্যাহত থাকবে পানি বাহিত রোগ জীবাণু থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।