বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
ফুসফুসের ইনফেকশনে আক্রান্ত নাইম বাঁচতে চায়
রুমানা রুমা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:০৫ PM
ফুসফুসের ইনফেকশনে আক্রান্ত কবি নজরুলের শিক্ষার্থী নাইমের চিকিৎসায় মানবিক আবেদন জানিয়েছেন তার সহপাঠীরা। এক খোলা চিঠিতে নাইমের বিষয়ে আর্থিক সাহায্য প্রার্থনা করা হয়। খোলা চিঠিটি নিন্মরূপ-

আসসালামু আলাইকুম
আমরা আমাদের সহপাঠী (শিক্ষার্থী) ভাইয়ের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতায় সকলকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

শিক্ষার্থীর নাম: নাজমুল হুদা নাইম
বয়স: ১৯ বছর
প্রতিষ্ঠানের নাম: নারায়ণগঞ্জ কলেজ (সাবেক ছাত্র) HSC 2023
(বর্তমানে ৭ কলেজের (কবি নজরুল কলেজে) অধ্যায়নরত ছাত্র)
বর্তমান ঠিকানা: সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, পাইনাদি নতুন মহল্লা

আমাদের ভাই নাইম বর্তমানে শাহবাগ পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ইতিমধ্যে তার নানান ধরনের রোগ ধরা পড়েছে । 

প্রথমত, তার ফুসফুসে প্রায় ৬২%  ড্যামেজ হয়ে গিয়েছে, যেখানে সাতটি বিশেষ ফোলা দেখা দিয়েছে, যার মধ্যে একটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ডাক্তারের পরামর্শ জানা গেছে, যেকোনো সময় ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার ফুসফুসে ডান পাশে ইনফেকশন দেখা দিয়েছে।
দ্বিতীয়ত, তার পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। প্রফেসর ডা. একেএম মোশাররফ হোসেন (মেডিসিন, বক্ষব্যাধি ও স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ) তার সাথেও আলোচনা হয়েছে।

ফুসফুসের এই চিকিৎসাটি বাংলাদেশে করা হলে ৯৮% ঝুঁকিপূর্ণ এবং আমাদের ভাইয়ের বেঁচে থাকার আশঙ্কা খুবই কম। বাংলাদেশের এই চিকিৎসাটি আমার ভাইয়ের জীবন হারানোর আশঙ্কা বেশি।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এই চিকিৎসা করানো হলে মৃত্যুঝুঁকি ৫০%  কমে আসবে। চীনে চিকিৎসা সম্পন্ন করার জন্য যত টাকা প্রয়োজন তা নাইমের বাবার পক্ষে একা বহন করা সম্ভব নয়। চীনে এই চিকিৎসাটি সম্পন্ন করাতে চাইলে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা প্রয়োজন (চিকিৎসা এবং যাবতীয় খরচ মিলিয়ে)।

এই অর্থের যোগানের জন্য দেশের সকল মানুষদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। 

NRBC BANK 
Account no: 4531431001332414
Hirajheel SUB BRANCH
(রোগীর বাবার Account নাম্বার)

Bkash: 01819877537 (রোগীর বাবা)






« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত