রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
ইবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ
ইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১১ PM
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'শহীদি মার্চ' কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। 

বিকেল চারটার দিকে কর্মসূচি পালনে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গন থেকে একটি মিছিল বের হয়। যেটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার হয়ে বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলা ভাষ্কর্যের সামনে আসে। পরে সেখানে এক ছাত্র সমাবেশের অনুষ্ঠিত হয়।

এসময় অংশগ্রহণকারীরা, আজকের এ দিনে সাঈদ তোমায় মনে পড়ে, দিয়েছিত রক্ত আরও দেব রক্ত, ছাত্রসমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবনা। ইত্যাদি স্লোগান দেন। 

ছাত্র সমাবেশে বক্তরা আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে খুনিদের শাস্তির দাবি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত