বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, অথচ এই খেলায় বলার মত সাফল্য নেই। পেশাদারিত্ব না থাকায় এতদিন বেতনও পেতেন না কাবাডি খেলোয়াড়রা। তবে আজ এক সংবাদ সম্মেলনে প্রথমবারের খেলোয়াড়দের বেতন দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে কাবাডি ফেডারেশন।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ‘তারুণ্যের উৎসব’কে সামনে রেখে দেশের সব জেলার অংশগ্রহণে আগামী ২৯ জুলাই শুরু হচ্ছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ। এদিকে দলের অভিজ্ঞ খেলোয়াড় রুপালিকে অধিনায়ক করে ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিতব্য নারী কাবাডি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ বাংলা অডিটোরিয়ামে কাবাডি ফেডারেশন আয়োজিত আজ এক সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ের বিস্তারিত তুলে ধরা হয়। তবে বাংলাদেশ দল ঘোষণার পরই জানা যায় বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার কথা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম এনডিসি, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, যুগ্ম সম্পাদক আব্দুল হক এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ও পুলিশের ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান।
সংবাদ সম্মেলনে কাবাডি বিশ্বকাপে দল ঘোষণা ছাড়াও জাতীয় কাবাডি, গোপালগঞ্জে কাবাডি কমপ্লেক্স, বর্ষপঞ্জি নিয়েও সংবাদ সম্মেলনে আলোচনা হয়। বাংলাদেশ কাবাডি ফেডারেশন জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত ক্রীড়াপঞ্জি ঘোষণা করেছে। ক্রীড়াপঞ্জিতে জাতীয় পর্যায়ে দশটি ইভেন্ট রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে আগামী এক বছরে বাংলাদেশ সাতটি ইভেন্টে অংশ নেবে। এ ছাড়া প্রশিক্ষণ ক্যাম্পের চারটি ইভেন্ট থাকছে। প্রথমবারের মতো কাবাডি খেলোয়াড়রা পাবেন মাসিক বেতন। প্রাথমিকভাবে বাহরাইনে অনুষ্ঠিতব্য ইয়ুথ এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৮ কাবাডি দলের ২০ জন সদস্যকে এই মাসিক বেতনের আওতায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে ছেলেদের কাবাডি দলের খেলোয়াড়দেরও মাসিক বেতনের আওতায় আনা হবে। মাসিক বেতনের পাশাপাশি খেলোয়াড়দের ইন্স্যুরেন্সের আওতায় এনেছে ফেডারেশন। পপুলার লাইফ ইন্স্যুরন্সে কাবাডি খেলোয়াড়দের ইনজুরি-স্বাস্থ্যগত বিষয়ে সহাতয়া করবে।