বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৪ AM
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে জান্তা সরকারের বিমান হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। নিহতরা সবাই বেসামরিক নাগরিক।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করা জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীর একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

সশস্ত্র গোষ্ঠী তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় শান রাজ্যের নামখাম শহরের দুটি এলাকায় বোমা হামলা চালায় জান্তা বাহিনী। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী ও দুই শিশু রয়েছে।
 
বেসামরিক মানুষদের লক্ষ্য করে হামলা চালিয়ে জান্তা সরকার যুদ্ধাপরাধ করেছে বলেও দাবি করেছে জাতিগত তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি। 
  
চীনের ইউনান প্রদেশের সীমান্ত থেকে নামখাম শহরটি প্রায় ৫ কিলোমিটার দূরে। যেখানে গত বছর কয়েক সপ্তাহের লড়াইয়ের পরে টিএনএলএ যোদ্ধারা শহরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে।
 
৬ সেপ্টেম্বর রাতে উত্তর শান রাজ্যের চীনা সীমান্তের কাছে ওই বিমান হামলায় দুই শিশু ও একজন গর্ভবতী নারীও নিহত হন। এছাড়া এই হামলায় বেশ কয়েকটি বাড়িঘর এবং একটি পাবলিক হল ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও জানায় সংগঠনটি।

হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় স্থানীয় লোকজন ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছে। একটি ভিডিওতে ধ্বংস হয়ে যাওয়া একটি ভবনও দেখা যায়।
 
২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সশস্ত্র জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠী এবং পিপলস ডিফেন্স ফোর্স। গত বছর এই জোটের কাছে লড়াইয়ে অনেক অঞ্চল হারিয়েছে জান্তা সরকার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত