বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪৪ PM আপডেট: ০৮.০৯.২০২৪ ৪:৫৯ PM
দাবিকৃত চাঁদার এক লাখ টাকা না পেয়ে প্রকাশ্যে ছাত্রলীগ কর্মীকে দুই দফা হামলা চালিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

ঘটনাটি বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামের।

নিহত ছাত্রলীগ কর্মী রাসেদ সিকদার ওই গ্রামের আবুল কালাম সিকদারের ছেলে। গ্রেপ্তার ছাত্রদল সভাপতি আলামিন তালুকদার একই গ্রামের মৃত আজিজুল হক তালুকদারের ছেলে।

গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে বরিশাল র‌্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর সদর কোম্পানি এবং সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের যৌথ আভিযানে শরীয়তপুরের পালং থানার চিকন্দি বাজার থেকে চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি আলামিন তালুকদারকে শনিবার সন্ধ্যা সাতটার দিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আলামিন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত