জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা, তার স্ত্রী, পুত্র ও পুত্রবধু এবং পূর্ব শক্রতার জের ধরে এক বৃদ্ধকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর আহত মুক্তিযোদ্ধা কলম খলিফা (৮৫) ও জালাল সিকদারকে (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পৃথক এ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামে মঙ্গলবার সকালে ও মাহিলাড়া বাজরে সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, উপজেলার বার্থী গ্রামের মুক্তিযোদ্ধা কলম খলিফা সকাল ১১টার দিকে বাড়ির পার্শে বিরোধপূর্ন জমিতে পাট পচানোর জন্য কাটা কলাগাছ আনতে যায়। এ সময় প্রতিপক্ষ ভাতিজা হাবুল খলিফার সাথে বাকবিতান্ডা হয়।
বাকবিতান্ডার এক পর্যায়ে হাবুল, তার বোন জামাতা আপাং হাওলাদার সহ কয়েকেজনে কলম খলিফার উপর হামলা চালিয়ে মারধর ধরে। কলম খলিফার আত্মচিৎকারে তার স্ত্রী মমতাজ বেগম, পুত্র মোঃ মনির খলিফা তার ভাবী পাপিয়া বেগমকে মারধর করে।
অপর দিকে পূর্ব শক্রতার জের ধরে বেজোহার গ্রামের জালাল সিকদারকে সোমবার রাতে মাহিলাড়া বাজারে বসে মারধর করে প্রতিপক্ষ বিএনপি নেতা শাহীন সিকদার ও তার লোকজন।
হামলার কথা অস্বীকার করে বিএনপি নেতা শাহীন সিকদার মুঠো ফোনে বলেন, জালাল সিকদার ২০১০ সালে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। সেই মামলার বিষয়ে আমি জালালের কাছে জানতে চাই মাত্র।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, পৃথক হামলার ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।