বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
পদত্যাগে বাধ্য করতে প্রধান শিক্ষিকাকে দড়িতে বেঁধে দিনভর নির্যাতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪১ AM আপডেট: ১২.০৯.২০২৪ ৯:৩৩ PM
ধামইরহাট উপজেলায় পদত্যাগে বাধ্য করতে প্রধান শিক্ষিকা ও তার স্বামীকে শ্রেণিকক্ষে দড়ি দিয়ে বেঁধে দিনভর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার খেলনা ইউনিয়নের রেড়িতলা একাডেমিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সন্ধ্যায় সেনাবাহিনী ও পুলিশ গিয়ে নির্যাতনের শিকার দুই শিক্ষককে উদ্ধার করে বলে ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান। তাদেরকে উদ্ধারের পর মঙ্গলবার রাত ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

নির্যাতনের শিকার জিন্নাতুন পারভীন ডলি রেড়িতলা একাডেমির প্রধান শিক্ষিকা এবং তার স্বামী আশরাফুল হক উপজেলার আড়ানগর ইউনিয়নের পলাশবাড়ী চিমুনিয়া দাখিল মাদরাসার সহকারী (কম্পিউটার) শিক্ষক।

ভুক্তভোগী জিন্নাতুন পারভীন ডলি সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সকালে কর্মস্থলে গেলে বিদ্যালয়ের সহকারী (কম্পিউটার) শিক্ষক কাওছারের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক পদত্যাগের জন্য চাপ দিতে থাকে। পদত্যাগ করতে না চাওয়ায় বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে দড়ি দিয়ে বেঁধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে নির্যাতন করা হয়। আমাকে বাঁচাতে আমার স্বামী এগিয়ে এলে তাকেও বেঁধে নির্যাতন করা হয়।

শিক্ষক আশরাফুল হক বলেন, সকালে স্ত্রীকে পৌঁছে দেওয়ার জন্য স্কুলে গেলে আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে বেঁধে রাখা হয়। হামলাকারীরা আমার অণ্ডকোষসহ শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতন করেছে। দুজনের শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়েছে বলে জানান আশরাফুল হক।

থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে যান এবং স্বামীসহ প্রধান শিক্ষিকাকে উদ্ধার করা হয়। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত