সুনামগঞ্জে আইনশৃংখলা বিঘ্নকারী অপরাধের(দ্রুত বিচার) মামলায় আওয়ামীলীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে পুলিশের একটি দল জেলার শান্তিগঞ্জ উপজেলার নিজের হিজল বাড়ি হতে তাকে গ্রেপ্তার করে সদর থানায় আনা হয়েছে।
গত ৪ আগষ্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময়ছাত্রজনতার সাথে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে পুলিশের গুলিতে দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউপির এরোয়াখাই গ্রামের নাজির আহমদের ছেলে জহুর আলী নামে এক যুবক গুলিবিদ্ধ হয়।
এ ঘটনায় গুলিবিদ্ধ জহুর আলী বর্তমানে ঢাকা পঙ্গু হাসাপতালে চিকিৎসাধীন থাকলে ও তার বড়ভাই হাফিজ আহমদ গত ২ সেপ্টেম্বর বাদি হয়ে আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুটকে প্রধান এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে ২নং আসামীসহ ৯৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যান্য আসামীরা হলেন,সাবেক এমপি মহিবুর রহমান মানিক,সাবেক এমপি রনজিৎ সরকার,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নোমান বখত পলিন,সাবেক পৌরসভার মেয়র নাদের বখত,জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল,রেজাউল করিম শামীম,সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন,মোঃ সালেক মিয়া,জাহিদুল ইসরাম বাপ্পি,অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস,সদর থানার সাবেক ওসি খালেদ চৌধুরী,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস,সাবেক মন্ত্রীর এপি এস র্দূনীতিবাজ হাসনাত হোসাইন,তার সহোদর মোঃ নুর হোসেন,জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে,মজ্ঞুর খন্দকারসহ আরো অনেকেই।
এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।