বাস খাদে পড়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের অবস্থা গুরুতর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) সাতটি বাসে করে জম্মু-কাশ্মিরের বিভিন্ন এলাকায় আসন্ন পার্লামেন্ট নির্বাচনে দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন বিএসএফ সদস্যরা। প্রতিটি বাসে ছিলেন ৩৫ জন করে জওয়ান।
বুদগামের ওয়াতারহালের ব্রেল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার ধারের প্রায় ৪০ ফুট গভীর খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে ড্রাইভারসহ ৩৫ জন বিএসএফ জওয়ান ছিলেন।
স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের ৪০ ফুট গভীর খাদে পড়ে। ওই সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে চারজন প্রাণ হারান। আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।