বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
যশোরে মীনা দিবস উদযাপন
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪৩ PM
যশোরে মীনা দিবস উদযাপন করেছে স্বপ্নতরী যশোর। যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় মঙ্গলবার দিবসটি উদযাপন করা হয়। 

এ উপলক্ষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আছাদুজ্জামান। 

স্বপ্নতরী যশোরের সহ-সভাপতি পিন্টু মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। বক্তব্য দেন সাংবাদিক হাবিবুর রহমান মিলন। 

উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্র’র ক্লিনিক্যাল ফিজিও থেরাপিস্ট ডা.প্রজ্ঞা পারমিত রায়, ডা. বাপ্পী সুব্রত কবি শেখর, রোকসানা খাতুন, আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের মনিটরিং অফিসার মোহাম্মদ জিলানী, হেল্থ সার্ভিস প্রোভাইডার জেসমিন আক্তার, কমিউনিটি অর্গানাইজার রুমা খাতুন, স্বপ্নতরী যশোরের সভাপতি ওয়াদুদুর রহমান রানা, কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার, সদস্য দেব দীপ, জিহাদ হাসান প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন উপদেষ্টা নূরুল আরিফিন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন ও শ্রমজীবী শিশুও অংশগ্রহণ করে। 

প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে প্রতিবছর ২৪ সেপ্টেম্বর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইস্ট-এশিয়ার দেশগুলোতে ‘মীনা দিবস’ পালন করা হয়।  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত