বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলের প্রতিবাদে মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৮ PM
পিরোজপুরের পল্লী বিদ্যুৎ সমিতি ও মঠবাড়িয়া জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অসহনীয় বিদ্যুত বিভ্রাট, স্বেচ্ছাচারিতা, ভূতুড়ে বিল তৈরিসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভ‚ক্তভোগি গ্রাহকরা।

বৃহস্পতিবার স্থানীয় সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে পৌরসভার সম্মূখ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেষে ভুক্তভোগী গ্রাহকরা শহরে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি দেন। 

শেষে সম্মিলিত নাগরিক সমাজের নেতা মো. ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ,আব্দুস সালাম আজাদী, বিএনপি নেতা জসিম উদ্দিন ফরাজি ভাূক্তভোগি গ্রাহক শফিকুল শরীফ ও ব্যবসায়ি মো. রিয়াজুল হক প্রমূখ। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মঠবাড়িয়ার জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকদের হয়রানি, মনগড়া বিল তৈরি ও অনিয়ম-দুর্নীতি করে আসছেন। 

দোষী কর্মকর্তাদের বিচার এবং ভূতুড়ে বিলের প্রতিকার করতে হবে। নিম্নমানের যন্ত্রাংশ দিয়ে কাজ করেন সেগুলোর সমাধান করতে হবে। অনাকাঙ্ক্ষিত ডিমান্ড চার্জ সহ ১৭টি সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানানো হয়।

মঠবাড়িয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুস সালাম দাবি করেন, কোনো অনিয়ম হয়নি। রিডিং অনুযায়ীই বিল তৈরি করা হচ্ছে। তবে যন্ত্রাংশের কোনো ত্রæটি থাকতে পারে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত