বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
হাত-পায়ের রগ কেটে যুবলীগ কর্মীকে হত্যা
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ২:২২ PM
শরীয়তপুরের ডামুড্যাতে পূর্ব শত্রুতার জেরে রাসেল সরদার নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হাত, পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে সাইফুল মাদবর নামের এক ব্যক্তি ও তার অনুসারীদের বিরুদ্ধে।  

ভোর ৪টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে সাইফুল ও তার সহযোগীরা। 

নিহতের স্বজনরা জানায়, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাতবরের সঙ্গে একই এলাকার রাসেল সরদারের সঙ্গে রাজনৈতিকসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। শুক্রবার দুপুরে রাসেল সরদার ইসলামপুর ভাঙা ব্রিজ এলাকার একটি সেলুনে চুল দাড়ি কাটাতে যান। 

এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাতবরের নির্দেশে সাইফুল মাতবরসহ ১০ থেকে ১২ জন হঠাৎ করে রাসেল সরদারের ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়া হয়। 

পরে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। ওই হাসপাতালে রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বোন ইয়াসমিন আক্তার বলেন, ‘আমার ভাই ব্যবসা করতো। এ ছাড়া তার কোনো দোষ নেই। দীর্ঘদিন ধরেই আমার ভাইকে জ্বালাতন করছিল ওরা। কেন কী জন্য আমার ভাইকে মারা হলো আমরা জানি না। আমরা এর বিচার চাই।’

শরীয়তপুর পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘পূর্ব দ্বন্দ্বের ঘটনাকে কেন্দ্র করে রাসেল নামের একজনের হত্যার ঘটনা ঘটেছে। তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান। এখনও মামলা হয়নি।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত