শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
নীলফামারীতে বিশ্বশিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০৪ PM
প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ্বশিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

পরে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, সমাজ সেবা অধিপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক , শিশু মালিহা জেসমিন ও আল মোহসেনাত অপুর্ব বক্তব্য দেন।

সরকারী বিভিন্ন দফতর প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, সাত দিনের বিভিন্ন কর্মসুচি নিয়ে শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। ক্রীড়া প্রতিযোগীতা, চিত্রাংকণ ও রচণা ও আবৃত্তি প্রতিযোগীতাসহ বিভিন্ন কর্মসুচি রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত