বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্র বাংলাদেশেও আসবে, যুদ্ধ করবে: ফরহাদ মজহার
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১৩ PM
বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশে এসেও যুক্তরাষ্ট্র যুদ্ধ করবে বলে আশঙ্কা করছেন কবি ও দার্শনিক ফরহাদ মজহার। 

শনিবার (২৮ সেপ্টেম্বও ২০২৪) সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা মিলনায়তনে বসুমতী পাঠচক্র ও বসুরহাট পাঠাগারের আয়োজনে ২৪ এর গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র দেশে দেশে গিয়ে যুদ্ধ করে। আগে শুধু ইউরোপে ছিল। এখন এখানেও আসবে। বাংলাদেশেও আসবে। যুদ্ধ করবে। আপনারা কি যুদ্ধ করতে প্রস্তুত? আপনারা তৈরি তো?

ফরহাদ মজহার বলেন, ‘বিল ক্লিনটন সৌদি আরবকে সমর্থন দিয়েছে। ইয়েমেনের মানুষ না খেয়ে মারা গেছে। জাতিসংঘে ইসরাইলকে সাপোর্ট দিয়েছে এই যুদ্ধবাজ। দেশে দেশে যুদ্ধ করে আফ্রিকা, লাতিন আমেরিকা, আফগানিস্থানসহ দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে। বিশেষ করে গরিব মুসলিম দেশ গুলোকে ধ্বংস করেছে। তিনি (মুহাম্মদ ইউনুস) তাদের সাথে আলিঙ্গন করে, তাদের গলায় চুমু দিচ্ছেন। এটা কি দরকার ছিল?’

তিনি বলেন, ‘আমি মাজার ভাঙা বিরোধী আন্দোলনে ছিলাম। এটি ফৌজদারি অপরাধ। এ মজলুমের পক্ষে দাঁড়িয়েছি। এটি আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে। আমাদের নবী এটি আমাদের শিখিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি ২০১৩ সালে হেফাজতের পক্ষে দাঁড়িয়েছি। নিঃশর্তে দাঁড়িয়েছি। কেন গিয়েছিলাম? কারণ, আমরা সত্যের পক্ষে। আমাদের বাংলাদেশে সবার অধিকার রয়েছে। আপনি ইসলামপন্থি হতে পারেন, আপনি কমিউনিস্ট হতে পারেন, আপনি আস্তিক হতে পারেন, নাস্তিক হতে পারেন। আপনার কথা বলার অধিকার, সভা সমাবেশ করার অধিকার থাকতে হবে।’

এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, লেখক ও চিন্তক সারোয়ার তুষার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমন্বয়ক আরিফ সোহেল, ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটি সমন্বয়ক নাজিফা জান্নাতসহ প্রমুখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত