ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের হয়রানিমূলক মামলা, ঘুষ, চাঁদাবাজি বন্ধের দাবিতে এবং দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবিতে মানববন্ধন এবং প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিডস্টোর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি পালন করে ভুক্তভোগী হাজার হাজার এলাকাবাসী।
পরে নির্বাহী কর্মকর্তাসহ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কর্মসূচিতে তোফায়েল ইবনে জামালের সভাপতিত্বে এবং মঞ্জুর মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য কামাল হোসেন ও আব্দুর রউফ, শাহজাহান সিরাজ, আবুল হোসেন মাস্টার, নাসির উদ্দিন, রফিকুল ইসলামসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, জনগণকে ঘর-বাড়ি নির্মানে হয়রানি করা যাবে না। মিথ্যা মামলা দেয়া যাবেনা। আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বনায়ন করা যাবেনা।
ডিমারগেশন করে সম্পত্তি জনগণকে বুঝিয়ে দিয়ে বনবিভগের সম্পত্তি বনবিভাগ বুঝে নিবে, আদালতে চলমান সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাবলিকের নামে বিআরএস রেকর্ডীয় জায়গায় বনায়ন বন্ধ করতে হবে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘন্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) হুমায়ূন কবির জানান, খবর পেয়ে তিনি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থে যান এবং অবরেধকারীদের সাথে কথা বলেন, দাবির বিষয়ে আশ্বস দেয়া হলে অবরোধ তুলে নেয়া হয়।
নির্বাহী অফিসার আলীনূর খান জানান, মহাসড়ক অবরোধের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। পরে মামলার প্রত্যাহারের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।