ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে অলিউল্লাহ্ নিবির (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছেন।
রবিবার ২৯ সেপ্টেম্বর দুপুর ১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ১ নং প্লাটফর্মে এই দুর্ঘটনা ঘটে।
অলিউল্লাহ নিবির পৌরসভার দক্ষিণ মৌড়াইলের আমানউল্লাহ্ ছেলে। নিবির ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের কমার্স শাখার শিক্ষার্থী।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) এস.আই সুব্রত বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিবির নরসিংদী থেকে তিতাস কমিউটার ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া আসছিল। নিবিড় ট্রেনের দরজায় বসা ছিল।
ট্রেনটি ধীরগতিতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌছলে নিবির ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে মারা যায়। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।