মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
বিএনপির ৮৫ নেতাকর্মী আদালতে খালাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ২:১৯ PM
গাড়ি পোড়ানো ও ভাঙচুরের দুই মামলায় বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল, রফিকুল আলম মজনুসহ দলটির ৮৫ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ ও মাহবুবুল হকের আদালত এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, ২০১২ ও ২০১৫ সালে শাহবাগ এবং রমনা থানায় মামলা দুটি দায়ের করা হয়। মামলা দুটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে মন্তব্য করেন বিএনপি নেতাদের এই আইনজীবী।

তিনি আরও বলেন, রাজনীতির মাঠ ফাঁকা করতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছিল।

এদিকে আরও এক হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে বেলা ১১টার দিকে তাকে আদালতে আনা হয়। এরপর তদন্ত কর্মকর্তা তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

প্রসঙ্গত, গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গত ২৪ আগস্ট রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত