মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় আটক ৩
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ২:৩০ PM
কুমিল্লা বুড়িচং উপজেলার শংকুচাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিক বিজিবি’র হাতে আটক হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে ওই তিনজনকে বুড়িচং থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। 

আটকৃতরা হলো, পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাঁচবুনিয়া গ্রামের কমল হাওলাদারের ছেলে মোঃ ওসমান (২৪) তার স্ত্রী ইন্নাকা (২১) ও তার শিশু সন্তান সুমাইয়া (৩)।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শংকুচাইল বিওপির বিজিবি টহলদল সীমান্তে দায়িত্বরত অবস্থায় ওই তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানায় চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশী দালাল মো: রবিউল ইসলামের মাধ্যমে অবৈধভাবে যশোর সীমান্ত দিয়ে পরিছন্নতাকর্মীর কাজ করার জন্য ভারতে যায়। পরে তারা ভারতের বেঙ্গালুর শহরে অবস্থান করে। 

সম্প্রতি মোঃ ওসমানের স্ত্রী ইন্নাকার অসুস্থতার কারণে ভারতীয় দালাল মোঃ শরীফ হোসেনের মাধ্যমে এ সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে। আটককৃত ব্যক্তিদের নিকট হতে তাদের ব্যবহৃত ০১টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত