মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
ইবির নতুন প্রক্টর ড. শাহীনুজ্জামান, আই.আই.ই.আর পরিচালক ড. ইকবাল
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৩:৩০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসাবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে তাকে। 

এছাড়াও আই.আই.ই.আর (ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিচার্স) পরিচালক হিসেবে দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোছাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ হতে আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের সময় তারা উভয়ই নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম.আলী হাসান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশের সূত্রে জানা গেছে, ইংরেজি বিভাগের অধ্যাপক শাহাদাৎ হোসেন আজাদের পদত্যাগজনিত কারণে তার স্থলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।
 
অপরদিকে আইআইইআর পরিচালক হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খানের সাথে উপাচার্যের মৌখিক আলোচনার প্রেক্ষিতে তাকে অব্যাহতি দিয়ে দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোছাইনকে নিয়োগ প্রদান করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত