‘সংঘাত নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ি’প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক অহিংস দিবস।
দিবসটি পালন উপলক্ষে বুধবার থানার মোড় শাপলা চত্বরে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগি সংগঠন পিএফজি আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন শেষে চলনবিল প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আলী অক্কাছের সভাপতিত্বে ওই সভায় দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন পিএফজির অ্যাম্বাসেডর আনোয়ারা খাতুন, অধ্যাপক জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধ শাহজাহান আলী ও পিএফজির কো-অর্ডিনেটর অধ্যাপক একরামুল হক, বিডিএসসি’র নির্বাহী পরিচালক মজিবুর রহমান মজনু প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে ‘দুর্বৃত্তায়িত রাজনীতি নয়, সন্ত্রাস-সহিংসতা নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এর লিফলেট বিতরণ করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি’র) সদস্যরা।