চুটিয়ে প্রেম করছেন পপ তারকা ম্যাডোনা। চলতি বছরেই একে অন্যের প্রেমে পড়েছেন তাঁরা। আর এবার দুজন মিলে লন্ডনে বেড়াতে গিয়েছেন। সেখান থেকেই পোস্ট করলেন একাধিক ছবি। খবর পিপপলডটকমের
নতুন প্রেমিকের চেয়ে ৩৮ বছরের ছোট বড় ম্যাডোনা। প্রেমিকের সঙ্গে তাঁর বয়সের ব্যবধান নিয়েই বিস্তর আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। ৬৬ বছর বয়সী ম্যাডোনা প্রেমে পড়েছেন ২৮ বছরের আকিম মরিসের।
এখন প্রেমিকের সঙ্গেই লন্ডনে ছুটি কাটাচ্ছেন ম্যাডোনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে লন্ডন সফরের একাধিক ছবি পোস্ট করলেন তিনি।
স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে বসে একটি ছবিতে চেলসি ফুটবল দলের খেলা উপভোগ করতে দেখা গেছে তাঁদের।
কোথাও তাঁদের গান করতে দেখা যাচ্ছে, কোথাও আবার প্রেমিককে ধরে থাকতে দেখা যাচ্ছে পপ তারকাকে।
স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে বসে একটি ছবিতে চেলসি ফুটবল দলের খেলা উপভোগ করতে দেখা গেছে তাঁদের। ছবিটিতে প্রেমিককে জড়িয়ে বসে থাকতে দেখা যায় পপ সংগীতের রানিকে।
গত জুলাই মাসে এই সম্পর্কের কথা প্রথমবার প্রকাশ্যে আনেন ম্যাডোনা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত ৪ জুলাই প্রথমবার মরিসের সঙ্গে ছবি পোস্ট করেন গায়িকা।