বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
মাথা গোঁজার ঠাঁই হারিয়ে প্রতিবেশীর দোকান ঘরে দম্পতি
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৪:১১ PM আপডেট: ০৪.১০.২০২৪ ৪:৪৪ PM
বন্যার প্রভাবে মাথা গোজার ঠাঁই টিনের পুরাতন ঘরটি হারিয়ে এখন প্রতিবেশীর দোকান ঘরে ইমাম দম্পতি। এখন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। 

ইমাম হোসেন সোনাগাজী চর চান্দিয়া  ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহেশ্চর গ্রামের চাপরাশি বাড়ির মোঃ জসিম উদ্দিনের ছেলে।

ইমাম হোসেন জানান, রং মেস্ত্রির কাজ করে কোন রকম স্ত্রী ও ৩ টা মাছুম বাচ্চা নিয়ে কোন রকম জীবিকা নির্বাহ করছি। বন্যা পরবর্তী আয় রোজগার তেমন নাই। 

বুধবার দিবাগত রাতে বৌ বাচ্চাদের নিয়ে ঘরে ঘামাচ্ছিলাম। তখন বাহিরে ধমকা বাতাস বইছে। ঠিক সে মহুর্তে বাতাসে ঘরটি যখন মুড় মুড় করে ভেঙে পড়তেছিল তখন কোন রকম স্ত্রী ও বাচ্চাদের নিয়ে বের হয়েছি। এখন কি হবে আমার জানিনা। বৌ বাচ্চা নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো!

তার স্ত্রী লিমা আক্তার বলেন, স্বামীর সামান্য আয়ে সংসার চলে। যে কাজ করে! একদিন করলে তিন দিন থাকে না। মাথা গোঁজার ঠাইটুকুও এখন শেষ। নিজের ঘর না থাকায় প্রতিবেশির একটি দোকান ঘরে বর্তমানে আশ্রয় নিতে হয়েছে। স্বামী আর ছোট ছোট ৩টা বাচ্ছাদের নিয়ে থাকতে একটি ঘর সহযোগীতা চান ।

প্রতিবেশী ও দোকান ঘরের মালিক রমজান আলী বলেন, এ মুহুর্তে তারা কোথায় গিয়ে দাঁড়াবে। তাই আমার দোকান ঘরটিতে তাদেরকে আপাতত থাকতে বলি।

মোঃ হানিফ ও শুক্কুর নামের প্রতিবেশী জানান, ইমামের অবস্থা খুব করুন। নুন আনতে পান্থা ফুরায়। অর্থের অভাবে ঘরটি সংস্কার করতে পারেনি। 

বন্যায় সে ঘরটি আরো ক্ষতিগ্রস্থ হয়। আমরা প্রশাসনসহ সমাজের বৃত্তবানদের মোঃ ইমাম হোসেনের পরিবারকে সহযোগিতার জন্য এগিয়ে আসার অনুরোধ জানান।

সাবেক ইউপি সদস্য নুর নবী বলেন, ইমামের পরিবারটি একেবারে অসহায়। ঘরটি পড়ে যাওয়ায় তাদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে যাচ্ছে। আমরা বৃত্তবান ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিছি। এ অসহায় পরিবারটিকে একটি ঘর করে দেয়ার জন্য।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। আমি সময় করে সরজমিনে যাবো এবং যতটুকু সম্ভব পরিবারটিকে সহযোগিতা করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত