বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০২৪ ২৩ কার্তিক ১৪৩১
বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০২৪
বনানী স্টার কাবাবে পচা টিক্কা ও বাসি খাবার
প্রতিবাদ করায় গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত (ভিডিও)
ফাতেমা তুজ জোহরা
প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৯:৫১ PM আপডেট: ০৭.১০.২০২৪ ২:০১ AM
রাজধানীর বনানীতে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও দুর্গন্ধযুক্ত টিক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। 

পচা ও দুর্গন্ধযুক্ত টিক্কা দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত করেছে কর্মচারীরা। এতে তার ডান হাত ও ডান পা ভেঙে যায়। এছাড়া কপাল ও মাথা ফেটে যায়। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সালেহ মোহাম্মদ রশীদ অলক একজন সাংবাদিক ও কৃষিবিদ। পরে খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা গুরুতর আহত অবস্থায় পুলিশের সহযোগীতায় ভুক্তভোগী অলককে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন। 

প্রতিবাদ করতে যেয়ে মারধরের শিকার সেই ভুক্তভোগী।

প্রতিবাদ করতে যেয়ে মারধরের শিকার সেই ভুক্তভোগী।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক দৈনিক বাংলাদেশ বুলেটিনের একটি ডিজিটাল টিম উপস্থিত হলে হামলাকারি সটকে পড়ে। পরে বাংলাদেশ বুলেটিন স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও দুর্গন্ধযুক্ত এবং ভিতরের সেতসেতে অবস্থান তুলে ধরে। পরে ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে ভুক্তভোগীকে বলতে শোনা যায়, দুপুরে তিনি ও তার এক বন্ধু স্টার কাবাবে যান। 

সেখানে  খাবারে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পঁচা ও দুর্গন্ধযুক্ত টিক্কা দেওয়ার অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার আব্দুর বর সেলিম বলেন, জীবনে টিক্কা খাননি? এটা এমনই হয়। ম্যানেজারের কথা শুনে ঐ গ্রাহক প্রতিবাদ করলে আরো তিনজন গ্রাহক একই অভিযোগ করেন। এরপর ম্যানেজার কলিংবেল চেপে সব স্টাফকে জড়ো করেন। পরে তারা ভুক্তভোগী অলককে ধাক্কা দিতে দিতে দোতলা থেকে থেকে নিচতলায় নামায় এবং সিঁড়িতে ফেলে ব্যাপক মারধর করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার কাবাবের ১৪-১৫ জন স্টাফ ঐ গ্রাহককে মারধর করেছে।

ঘটনার বিষয়ে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার মুসলিম উদ্দিন বলেন, আমি ক্যাশ কাউন্টারে ব্যস্ত ছিলাম। স্টাফদের সঙ্গে ঐ কাস্টমারের ঝামেলা হয়েছে। মারধরের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না।
স্টার কাবাব এন্ড রেস্টুরেন্ট, বনানী।

স্টার কাবাব এন্ড রেস্টুরেন্ট, বনানী।

এদিকে বনানী থানার এসআই সাগর শাহরিয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় বনানী থানার এসআই ৮/১০ জন আটক করে নিয়ে যায়। বনানী থানার ওসি রাসেল সারওয়ার বলেন, বিষয়টি জানার পর ফোর্স পাঠিয়েছি। সেখান থেকে ওই গ্রাহককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/এসআর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  স্টারকাবাব   বনানী  







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত