বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
নাহিদের আহবানের পর শাহবাগ ছেড়েছেন এনসিপি নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৬:২৩ PM
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের উপর আওয়ামী লীগ ও সমর্থকদের হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। তার নির্দেশনার পর শাহবাগ ছাড়ছেন দলটির নেতাকর্মীরা। 

পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদও ব্লকেড তুলে নিয়ে আন্দোলন জারি রাখার ঘোষণা দিয়েছে।
আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় শাহবাগে সরেজমিনে দেখা যায়, নাহিদ ইসলামের ঘোষণার পর ধীরে ধীরে শাহবাগ ছেড়ে পার্শ্ববর্তী জায়গাগুলোতে অবস্থান করছেন এনসিপি নেতাকর্মীরা। তবে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

এদিকে ব্লকেড তুলে নিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও। সমসাময়িক বিষয় ও জুলাই সনদের দাবিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে শাহবাগ ছেড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও সমর্থকরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত