নানা কারণেই আলোচনায় থাকেন এই নায়িকা। কলকাতার পূজামণ্ডপে তার নতুন ছবি ফেলুবক্সীর প্রচারণা চলেছে। সেটা নিয়ে সংবাদমাধ্যম ছিল সরব।
তার রেশ কাটতে না কাটতেই এলো নতুন সিরিজ মুক্তির ঘোষণা। সঙ্গে এলো নতুন এক পরীমণির ছবি। সেখানে দেখা যাচ্ছে গর্ভবতী পরীমণিকে।
জানা গেছে, ছবিটি নতুন সিরিজ ‘রঙিলা কিতাব’ এর। অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর। আজ বিকেলে হইচই-এর সোশ্যাল মিডিয়ায় অফিশিয়াল পোস্টার পোস্ট করার মধ্য দিয়ে জানানো হয় সিরিজটির মুক্তির তারিখ। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নুর ইমরান।
সিরিজটি নিয়ে পরীমণি বলেন, প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্য সব সময় স্পেশাল। সেই রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এটি সম্ভব হয়েছে হইচই-এর কারণে। শুটের শুরুর দিন থেকেই আমি বেশ এক্সাইটেড ছিলাম। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় আমার সহ অভিনেতা ও টিমের সব সদস্যের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাই খুব হেল্পফুল ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার সময়।
অভিনেতা মোস্তাফিজুর নুর ইমরান বলেন, রঙিলা কিতাব-এর জন্য আমরা সবাই নিজ নিজ স্থান থেকে আমাদের সবটুকু দিয়ে কাজ করেছি। এখন কাজটি মুক্তির অপেক্ষায় রয়েছি আমরা।