শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানার পলাতক আসামী, সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
থানা সুত্র জানায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. আমিনুল ইসলাম সেলিমের নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম, এসআই সুজন কান্তি পাল, এসআই সুব্রত চন্দ্র দাস, এসআই মহিবুর রহমান, এসআই সজীব চৌধুরী, এএসআই মোঃ নজরুল ইসলাম ও এএসআই আরিফুল ইসলাম ভূইয়া ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।