বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নীলফামারী ও সৈয়দপুর রাজনৈতিক জেলার উদ্যোগে নীলফামারীতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মুলক যৌথ কর্মীসভা রবিবার (২১ অক্টবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।
জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসীন আলী বক্তব্য দেন।
বক্তারা উল্লেখ করেন শেখ হাসিনা পালিয়েছে ঠিকই কিন্তু তার প্রেতাম্মারা আমাদের মাঝে ঘোরাফেরা করছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
দীর্ঘদিন পর বাঁধাহীন সভা অনুষ্ঠিত হওয়ায় তিন সংগঠনের মিলন মেলা পরিনত হয় নেতা কর্মীদের উপস্থিতিতে। ছিলো উচ্ছাস উদ্দিপনা।