বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ময়মনসিংহে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে কর্মকর্তাদের ওপর হামলা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৫:৪৭ PM
ময়মনসিংহে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কর্মকর্তারা। সোমবার বেলা পৌনে ১২ টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রেলওয়ের দেড়শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা ছিলো। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. আবদুস সোবহানসহ রেলওয়ে কর্মকর্তারা বেলা সাড়ে ১১ টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করেন। 

স্থানীয়রা জানান, উচ্ছেদ অভিযানের খবরে স্টেশন এলাকা থেকে অস্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়া হয় আগেই। খননযন্ত্র নিয়ে অভিযানের শুরুতেই রেলওয়ে স্টেশন মসজিদ ঘেঁষা দেয়ালে ভাঙা শুরু হয়। এতে স্থানীয় মুসুল্লিা ও বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে উচ্ছেদে বাধা দিয়ে আক্রমণ করেন। 

ইটপাটকটেল নিক্ষেপ শুরু করলে অভিযানে আসা কর্মকর্তা ও পুলিশ পাশের একটি ভবনে নিরাপদ আশ্রয় নেয়। বিক্ষুব্ধ লোকজন ইটপাটকেল ও বাঁশ নিয়ে খনন যন্ত্রটি ভাংচুর ও চালককে মারধর করেন। খবর পেয়ে বেলা ১২ টার পর সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। 

বেলা সাড়ে ১২ টার দিকে রেলওয়ে মসজিদের মাইকে ইমাম রফিকুল ইসলাম ঘোষণা দেন, কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন মসজিদ ভাঙা হবে না। আপনারা সকলই ঘরে ফিরে যান। এরপর স্থানীয় লোকজন সরে যেতে শুরু করেন। 

আক্রমণের মুখে অবরুদ্ধ থাকা রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. আবদুস সোবহানকে বেলা ১ টার দিকে সেনাবাহিনীর-পুলিশ উদ্ধার করে নিয়ে যান। এ দিকে হামলায় জড়িত অভিযোগে এমএ রাকিব তালুকদার (৪৫) নামে এক পান দোকানিকে আটক করে নিয়ে যায় পুলিশ।

রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. আবদুস সোবহান বলেন, স্থানীয় বাসিন্দারা ভুলবুঝে আক্রমণ করে। জেলা প্রশাসনের নির্দেশের আজকের উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে। পরবর্তীতে উচ্ছেদ অভিযান চালানো হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত