বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
মারা গেছেন আয়রন মেডেন গায়ক পল ডি’আনো
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ১:১২ PM
মারা গেছেন আয়রন মেডেন গায়ক পল ডি’আনো। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিষয়টি ডি’আনোর প্রতিনিধিরা। ইংল্যান্ডে নিজের বাড়িতে গায়কের মৃত্যু হয়। খবর ফক্স নিউজ।

ক্যারিয়ারের শুরুর দিকেই সফলতা পান তিনি। তার ব্যান্ডের প্রথম দুটি অ্যালবাম ‘আয়রন মেইডেন’ ও ‘কিলার’ তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়।

পল প্রথম ১৯৭৮ থেকে ১৯৮১ সালের মধ্যে ইংলিশ হেভি মেটাল ব্যান্ড আয়রন মেডেনের প্রধান গায়ক হিসেবে খ্যাতি পেয়েছিলেন।
 
পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে হুইলচেয়ারে বসে গান গাইতেন তিনি, পল বিশ্বজুড়ে তার ভক্তদের বিনোদন দিয়েছেন, ২০২৩ সাল থেকে ১০০ টিরও বেশি শো করেছেন। পল মারা যাওয়ার পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ব্যান্ডের বর্তমান সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেছেন, বলেছেন যে তারা তার মৃত্যুতে ‘গভীরভাবে শোকাহত’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বেস প্লেয়ার স্টিভ হ্যারিস বলেন, ‘তিনি চলে যাওয়াতে খুব দুঃখিত। তাকে আমরা অনেক মিস করবো।’
 
ব্যান্ডের বাকি বিবৃতিতে বলা হয়েছে যে, ‘আয়রন মেইডেনে পলের অবদান ছিল অপরিসীম এবং আমরা প্রায় পাঁচ দশক ধরে ব্যান্ড হিসেবে যে পথে যাত্রা করছি সেই পথে আমাদের সেট করতে সাহায্য করেছিল।’ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত