বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে ছাত্রদল নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ২:১০ PM
চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে নেত্রকোণা পৌর ছাত্রদলের আহ্বায়কসহ ২ জনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। 

আটককৃতরা হলেন, নেত্রকোণা পৌর ছাত্রদলের আহ্বায়ক জুনু খান মিল্কি (৩৫) ও তার সহযোগী সমীরন তালুকদার (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে পণ্যবাহী ট্রাকে মালামাল নিয়ে আসার সময় নেত্রকোণা সদর এলাকার স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজরা গাড়ি থামিয়ে ড্রাইভার ও হেলপারের কাছে চাঁদা দাবি করে। এ সময় ট্রাকটির চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে জিম্মি করে ট্রাকের মালামাল লুট করার চেষ্টা করা হয়।

পরবর্তীতে, অভিযোগ পেয়ে একজনকে হাতেনাতে আটক করে নেত্রকোণা সদর ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা। অপর সহযোগীকে স্থানীয় একটি পুকুর থেকে আটক করা হয়।

এ সময় তাদের স্বীকারোক্তিনুযায়ী লুট হওয়া ৯৩টি গুড়ের বাক্স, ৪০টি গুড়ের টিন,২ বস্তা রসুন, ৩ বস্তা পেয়াঁজ, ২ টি মোটর সাইকেল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত