শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
মরণ নেশায় পুরুষের পাশাপাশি বাড়ছে নারীদের সংখ্যা
গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১:২৩ PM
পুরুষের পাশাপাশি মাদক ব্যবসা ও আসক্তিতে বিপজ্জনক হারে বাড়ছে নারীদের সংখ্যা। ফেনসিডিল,  হেরোইনসহ অন্যান্য মাদক ব্যবসায় সাধারণত নিম্নআয়ের নারীরা জড়িত। এমনকি মাদক ব্যবসা ও সেবনে শিক্ষিত নারীর সংখ্যাও বাড়ছে। গ্রামাঞ্চলে সুন্দরী নারীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া তরুণীরাও জড়িয়ে পড়ছেন মাদক ব্যবসায়।

গতকাল শনিবার  দুপুর ২ টায় ৩০ মিনিটে তিন নারী মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা থেকে  ফেন্সিডিল ও গাঁজা নিয়ে অটোযোগে রংপুর শহরের দিকে যাচ্ছিল। গঙ্গাচড়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওসি আল এমরান এর নির্দেশে এসআই ডেভিড  হিমাদ্রী বর্মা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী এলাকা থেকে তাদেরকে আটক করেন।

আটক মাদক ব্যবসায়ী হলেন মুন্সিগঞ্জ জেলার সদর থানার সুমা ডালি কান্দি এলাকার মৃত দুদু ব্যাপারী মেয়ে পারুল আক্তার(২৭),জেসমিন আক্তার(২৫)ও রংপুর মহানগরীর লালবাগ চার তলা মোড় এলাকার মৃত মোরশেদ আলম এর স্ত্রী মোছাঃ মনি বেগম(৫০)।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন , আটককৃত মাদক ব্যবসায়ীদের কাছে থাকা ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত