বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
খুলনা ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের মতবিনিময়
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৩:২৩ PM
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পরিচালকবৃন্দদের সাথে বুধবার (৩০ অক্টোবর) বেলা ১২ টায় চেম্বার ভবনের সভাকক্ষে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শরিফ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক ও সহ-সভাপতি মোস্তফা জামান ভুট্রো, পরিচালক এম এ মতিন পান্না, কাজী মাসুদুল ইসলাম, মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোহাম্মদ ইসলাম খান, আলহাজ্ব মোশারফ হোসেন, মোঃ শাহ আলম, মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ সোহাগ দেওয়ান, দীপক কুমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন, উপদেষ্টা আলহাজ্ব আব্দুল হাকিম, ইসলামী ছাত্র আন্দোলন সদর থানার সভাপতি হাফেজ হাবিবুল্লাহ মেসবাহ।

নেতৃবৃন্দ বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মাধ্যমে আনার জন্য চেম্বার অব কমার্স এর সাথে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিন এবং আগামী ১৮ই নভেম্বর চরমোনাই পীর সাহেব এর খুলনায় আগমনে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত