বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ ১০ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫
কাহালুতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনা মূলক র‌্যালি ও আলোচনা সভা
কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৫:২৬ PM
বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনা মূলক র‌্যালী ও আলোচনা সভা গত বুধবার সকালে কাহালু উপজেলায় একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় অনুষ্ঠিত হয়। 

র‌্যালি ও আলোচনা সভা এবং পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন।  
         
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, দূর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব, কাহালু থানা অফিসার ইনর্চাজ শাহীনুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম, কাহালু সরকারি কলেজের প্রভাষক পি এম মাকছুদুর রহমান মাসুদ, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল মোমিন, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ কর্তৃক ৩ বারের স্বর্ন পদকপ্রাপ্ত বিশিষ্ট মৎস্যচাষী ও কাহালু বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারের স্বত্ত্বাধিকার  আলহাজ্ব শফিকুল ইসলাম প্রমুখ।

 
      
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত