বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
আরএনএস রাজিম সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৭:২৬ PM
বর্তমান সময়ের তরুণদের বড় একটি অংশ চাকরির পেছনে না ঘুরে নিজে উদ্যোক্তা হচ্ছেন। এতে অনেকে সফলতার মুখ দেখছেন।

উদ্যোক্তা হিসেবে মোহাম্মদ রাজিম আলী চাকরির পেছনে না ঘুরে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বর্তমানে আরএনএস রাজিম নামে সুপরিচিত। গ্রাফিক্স ও ওয়েব ডেভেলপমেন্টে তাঁর দক্ষতা এবং প্রতিভা তাকে অনন্য অবস্থানে পৌঁছে দিয়েছে।  

ছোটবেলা থেকেই প্রযুক্তি ও ডিজাইন নিয়ে আগ্রহী ছিলেন মোহাম্মদ রাজিম আলী। তিনি শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এবং কুর্মিটোলা হাই স্কুল ও কলেজে অধ্যায়ন করছেন।  

আরএনএস রাজিম তাঁর ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করেন আপওয়ার্কে। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে বিশেষজ্ঞ হিসেবে তিনি দ্রুত গ্রাহকদের আস্থা অর্জন করছেন। দক্ষতা এবং সৃজনশীলতা তাকে বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে কাজ করার সুযোগ করে দেয়। পরে তিনি প্রতিষ্ঠা করেন রিমেগা শপ (ReMega Shop), যা গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ডিজিটাল পরিষেবা ও সাবস্ক্রিপশন সরবরাহ করে।  

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় জন্মগ্রহণ করা আরএনএস রাজিম বর্তমানে ঢাকায় বসবাস করছেন। তাঁর পরিবারে রয়েছেন বাবা মোহাম্মদ শাহিদুল ইসলাম, মা এমএসটি রহিমা খাতুন এবং ছোট ভাই মোহাম্মদ রাব্বিল আলী।  

এক সময় তিনি বিএনসিসিতে একজন ক্যাডেট সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে একজন পুরাতন ক্যাডেট সার্জেন্ট হিসেবে পরিচিত।  

আরএনএস রাজিম বলেন, পরিশ্রম আর সংকল্প থাকলে কোনো কিছুই অসম্ভব নয়  এবং বিশ্বাস করেন যে, ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সাফল্য অর্জন করা সম্ভব। তাঁর জীবন তরুণদের জন্য একটি আদর্শ উদাহরণ, যা প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা ও অধ্যবসায় থাকলে যেকোনো স্বপ্ন বাস্তবে রূপ নেওয়া যায়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত