বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
তৌহিদী জনতার বাধার মুখে শো-রুম উদ্বোধন না করেই ফিরলেন অভিনেত্রী মেহজাবীন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ১:৪৪ AM
তৌহিদী জনতা ও ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে পারেননি দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

চচট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজার আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। 

‘ব্যবসায়ী-তৌহিদী জনতার ব্যানারে’ একদল মানুষের বাধার মুখে পড়ে তিনি শো-রুম উদ্বোধন করতে পারেননি বলে জানা গেছে।

খুকি লাইফস্টাইল শো-রুমের ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, ‘আজ শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর থাকার কথা ছিল। তিনি চট্টগ্রামেও এসেছেন। তবে ব্যক্তিগত কারণে উনি শো-রুম উদ্বোধনের স্থলে আসতে পারেননি। ওনাকে ছাড়াই উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়েছে। এ বিষয়ে আমি আর কিছুই বলতে পারবো না।’

বাজারের বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াকুব জানান, ‘আজ খুকি লাইফস্টাইল শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছিল। আমার ব্যক্তিগত কাজ থাকায় যেতে পারিনি। কী কারণে অভিনেত্রী মেহজাবীন ওই শো-রুম উদ্বোধন করতে পারেননি জানি না।’

‘খুকি লাইফস্টাইল’ শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়েছিলেন চট্টগ্রামেরই মেয়ে মেহজাবীন চৌধুরী।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর এই ঘোষণা আসার পর থেকে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

মেহজাবীনকে দিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তৌহিদী জনতার ব্যানারে’ কিছু মানুষ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত