পঞ্চগড়ে শ্যুট করা একটি রম্য নাটক সম্প্রতি ভাইরাল হয়েছে। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। এছাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দামের চরিত্র অভিনয় করেন পঞ্চগড়ের মোজাহার ইসলাম সেলিম।
ভাইরাল সেই নাটকটিতে দেখা যায়, ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম শেখ হাসিনাকে ফোন করে বলেন, আপা আমরা বর্ডারের কাছেই আছি আপনি চট করে ঢুকে পড়েন। আমরা ছাত্রলীগের ৩-৪ লাখ নেতাকর্মীরা রয়েছি। আপনাকে পাহারা দেয়ার জন্য আমরা সবাই আছি। আমি গাড়ি ব্যবস্থা করে রেখেছি। আপনি আসবেন আপনাকে নিয়ে আমরা চলে যাব। আপনাকে নিয়ে আমরা গোপালগঞ্জে যাব।
ফোনালাপ চলার মাঝপথে কথা শেষ না হতেই চলে আসে হাসনাত ও সারজিস। এমন অবস্থায় সব নেতা-কর্মীরা পালিয়ে যায়।
সাদ্দাম তখন মোবাইলে শেখ হাসিনাকে বলেন, আপা আপনি চলে যান। এখানকার অবস্থা খুব খারাপ। কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত সারজিস এসেছে। আমাদের সব নেতা কর্মীরা পালিয়ে গেছে। আপনি চট করে চলে যান।