বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘শেখ হাসিনার উন্নয়ন’ নিয়ে সেমিনার
চবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৫:০৯ PM
‘নেতৃত্ব ও রাজনৈতিক-অর্থনৈতিক উন্নয়ন : শেখ হাসিনা ও বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। 

রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ারা বেগমের তত্ত্বাবধানে এ সেমিনারটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বক্তব্য উপস্থাপন করবেন এম. ফিল গবেষক মো. আব্দুল্লাহ আল মামুন। আগামী রোববার দুপুর ১২টায় রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০৬ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

সেমিনার ঘিরে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। অনেকের প্রশ্ন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণহত্যায় জড়িত শেখ হাসিনার নামে কীভাবে একটি সেমিনার অনুষ্ঠিত হতে পারে?

শেখ হাসিনার উন্নয়ন নিয়ে সেমিনার করা যৌক্তিক কি না এমন প্রশ্নের জবাবে ড. আনোয়ারা বেগম বলেন, এখানে শেখ হাসিনার গুণগান বা প্রশংসা করার জন্য এই সেমিনারটি আয়োজন করা হচ্ছে না। এটা মূলত একটি এম ফিল গবেষণা। গত ৪ বছর ধরে আমার তত্ত্বাবধানে আব্দুল্লাহ আল মামুন নামে এক শিক্ষার্থী এর ওপর গবেষণা করছেন। তিনি দীর্ঘদিন ধরে এটা নিয়ে পরিশ্রম করছেন। তার গবেষণা শেষ পর্যায়ে রয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থী গবেষণার পর সেমিনার আয়োজন করতে পারেন। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মুহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আমরা এ বিষয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতির দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি এ বিষয়ে আমাদের এখনও কিছু জানাননি।

রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. মাহফুজুল হক বলেন, এম. ফিল ও পিএইচডির বিষয়গুলো সাধারণত গবেষণার সুপারভাইজার বা তত্ত্বাবধায়ক দেখে থাকেন। এ বিষয়ে তিনিই একমাত্র বলতে পারবেন কেন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এমন টপিকের ওপর সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত