বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
টাঙ্গাইল সদর উপজেলা শাখা ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৭:২০ PM
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল সদর উপজেলা শাখার ৩৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে আল আমীন উদয়কে সভাপতি ও এইচ এম সিয়াম আহম্মেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

শুক্রবার রাতে টাঙ্গাইল জেলা শাখার ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নবাব আলীর স্বাক্ষরিত প্যাডে আগামী এক বছরের জন্য  এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও এক নম্বর সাংগঠনিক সম্পাদক করা হয়েছে তামান্না ইসলাম তরীকে। 

কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি আশরাফুল ইসলাম নিলয়, অনিক হাসান, শাকিল, শাহরিয়ার খান আকাশ, রিপন রাইয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক হুজাইফা ইসলাম, কামাল শেখ, আকাশ রহমান, মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তামান্না ইসলাম তরী, রাসেল রানা, রূপক হাসান, মনির হোসাইন, দপ্তর সম্পাদক জুবায়দুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক এস এম মমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিফাত হোসাইন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক ইসমাইল হোসাইন, উপ-অর্থ সম্পাদক পলাশ হাসান, সমাজসেবা সম্পাদক তানভীর রহমান, সহ-সমাজসেবা সম্পাদক আলমগীর হোসেন শুভ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল আমিন ইসলাম, ক্রীড়া সম্পাদক ইমরুল হাসান পারভেজ, তথ্য ও গবেষণা সম্পাদক তানভীর রহমান শামীম, রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আল আমিন হোসাইন, সামাজিক ও যোগাযোগ মাধ্যম সম্পাদক ইব্রাহিম হোসেন, সাহিত্য সম্পাদক শামীম আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক এরশাদ হোসেন জীবন, কার্যকরী সদস্যরা হলেন- কায়ছার আহমেদ, মারুফ মন্ডল, শান্ত, সোহেল রানা, সিয়াম বাবু, সোলাইমান হোসেন, মামুন হোসেন। 

জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী বলেন, দলকে গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সকল ইউনিয়নের কমিটির দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত