বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
ভোক্তা অধিদপ্তরের অভিযান
ফুলকলিতে মেয়াদোত্তীর্ণ মিষ্টি-কেক : আলুর বাজারে কারসাজি
চট্টগ্রাম ব্যুরো :
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৭:০২ PM
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কামাল বাজার এলাকায় কবির টাওয়ারে অবস্থিত 'ফুলকলি' নামক প্রতিষ্ঠানে মিলেচগে মেয়াদোত্তীর্ণ কেক, মিষ্টান্ন খাদ্যদ্রব্য । এছাড়া এই প্রতিষ্ঠানে অনঅনুমোদিত বিভিন্ন পানীয় বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করছে। অভিযোগ উঠেছে ফুলকলি নিজেদের ইচ্ছে মতো বিভিন্ন পণ্যে মূল্য লিখে বিক্রয় করছেন। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এবং মেয়াদ উত্তীর্ণ পণ্যসামগ্রী গুলো ধ্বংস করা হয়। 

মঙ্গলবার (১২ নভেম্বর)  জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় ও  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করে৷ 

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক রানা দেবনাথ এবং সহকারী পরিচালক মো: আনিছুর রহমান। 

কাপ্তাই রাস্তার মোড় এলাকার ফেনী বাণিজ্যালয়  (আলুর আড়ত) এ মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

একই বাজারে কমেসার্স বিসমিল্লাহ স্টোর (আলুর আড়ত)  এ মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আজকের অভিযানে ৩টি প্রতিষ্ঠানে মোট ২০,০০০/-টাকা অর্থদণ্ড আরোপ এবং তা আদায় করে ভবিষ্যতে যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয় বলে জানিয়েছেন সহকারী পরিচালক নাসরিন আক্তার। 

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত