বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
চট্টগ্রামে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের আনন্দ আয়োজন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৮:১৮ PM
আজকের শিশুর মধ্যে শিক্ষার প্রদীপ্ত ছড়িয়ে দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত কোরবানীগঞ্জ বলুয়ার দীঘির পাড়স্থ সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের সকল শ্রেণীর ক্লাস পার্টি উপলক্ষে বার্ষিক আনন্দ আয়োজন মঙ্গলবার (১২ নভেম্বর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রিন্সিপাল মিসেস সুরাইয়া আক্তারের সভাপতিত্বে ও বিশিষ্ট কবি, উপস্থাপিকা জয়িতা হোসাইন নীলুর সঞ্চালনায় এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্কুলের অন্যতম পরিচালক বিশিষ্ট লেখক ও সংগঠক মুহাম্মদ নোমান লিটন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মিসেস সামিনা লোকমান, মাঈনুদ্দীন মাঈনু ও ডলি আক্তার। 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল নৃত্য, সংগীত ও গজল প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, মার্বেল ও বিস্কুট দৌড়, অভিভাবকদের জন্য মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা। 

সবশেষে পুরস্কার বিতরণ ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত