বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
মীর মশাররফ হোসেনের ১৭৭ তম জন্মবার্ষিকী উদযাপন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৮:২০ PM
রাজবাড়ীতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, কালজ্বয়ী উপন্যাস বিষাদ সিন্ধু'র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৭ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মীর মশাররফ হোসেনের ১৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (১৩ নভেম্বর) সকালে তার সমাধীতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদীর নবাববাড়ী গ্রামে পুষ্পমাল্য অর্পন করেন, বাংলা একাডেমি, জেলা প্রসাশন, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজসহ স্থানীয় বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন।

এরপর অনুষ্ঠিত সেমিনারে আলোচনা সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলা একাডেমীর যুগ্নসচিব মোহাম্মদ নায়েব আলী।
 
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবুল ফজল, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ী জেলার সভাপতি সালাম তাসির, সোনাপুর মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহজালাল, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ বালিয়াকান্দির সভাপতি মুন্সী আমীর আলী প্রমূখ।

সাহিত্যিক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিরীপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে সমাহিত করা হয়।  

সাহিত্যিক মীর মশাররফ হোসেন রত্ববতী, বসন্তকুমারী, জমিদার দর্পণ, গড়াই ব্রীজ বা গৌড়ী সেতু, এর উপায় কি (প্রহসন) বিসাদসিন্ধুসহ ৩৭টি গ্রন্থ্য, নাটক, কবিতা রচনা করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত